Chairman আব্দুল কাদেরের প্রত্যাহার চাই"
(নালী ইউ:পি:,ঘিওর,মানিকগঞ্জ)
সমগ্র বাংলাদেশে উন্নয়নের জোয়ার এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে যখন "বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কণ্যা মানবতার মা,দেশ রত্ন শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তখন তারই দেশে স্থানীয় /তৃনমূল পর্যায়ের কিছু দুর্নীতিবাজ জনপ্রতিনিধি সেই ধারাকে মারাত্মকভাবে ব্যাহত করছে যাদের মধ্যে একজন হচ্ছেন নালী ইউনিয়ন পরিষদের" Chairman আব্দুল কাদের বিশ্বাস যাকে আমরা একাধারে দুর্নীতিবাজ, মানবিকতাহীন,দেশ-প্রেম বর্জিত,ব্যার্থ অযোগ্য জনপ্রতিনিধি বলতে পারি।
বন্যার তীব্রতায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মুখের খাবার নিশ্চিত করতে সরকার যখন চাউল,ডাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করেন তখন Chairman আব্দুল কাদের বিশ্বাস সেই সম্পূর্ণ ত্রাণ নামে -বেনামে আত্নসাৎ করেন, যার ফলে অনেক মানুষ অনাহারে কষ্ট করে। গ্রামবাসীর পানির সমস্যা সমাধান এবং পানি বাহিত রোগ নির্মূলে নলকূপের জন্য সরকার যখন অর্থ প্রদান করেন,তখন নামমাত্র কিছু নলকূপ বানিয়ে বাকি সিংভাগ টাকা Chairman আ: কাদের আত্নসাৎ করেন এবং ইউ:পি: এর বাকী সদস্য গণ/জনপ্রতিনিধিরা এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে তিনি তাদের সাথে খারাপ ও অসভ্য আচরন করেন এবং তিনি সকলের সাথে অত্যন্ত অশ্লীল ভাষা প্রয়োগ করেন।জানা অজানা আরো অনেক অনিয়ম,অনৈতিক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন, এই রকম একজন নীতিহীন, দেশপ্রেমহীন,দূর্নীতিবাজ ব্যক্তি দ্বারা কখনোই এলাকার উন্নয়ন সম্ভব নয়।আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে বিরাট বাধাস্বরূপ। চেয়ারম্যানের কারনে তৃণমূল সকল জনপ্রতিনিধির উপর থেকেই গ্রামবাসীর আস্থা উঠে যাচ্ছে, তাই দেশ ও তৃণমূল/স্থানীয় উন্নয়নের স্বার্থে আমরা আ: কাদেরের মত একজন অসৎ, বিবেক বর্জিত, নীতিহীন Chairman এর দ্রুত পদত্যাগ দাবি করছি। যথাযথ সকল সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং তার বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানাচ্ছি।
( আমরা নালী ইউনিয়ন পরিষদের সাধারন জনগণ)
(নালী ইউ:পি:,ঘিওর,মানিকগঞ্জ)
সমগ্র বাংলাদেশে উন্নয়নের জোয়ার এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে যখন "বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কণ্যা মানবতার মা,দেশ রত্ন শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তখন তারই দেশে স্থানীয় /তৃনমূল পর্যায়ের কিছু দুর্নীতিবাজ জনপ্রতিনিধি সেই ধারাকে মারাত্মকভাবে ব্যাহত করছে যাদের মধ্যে একজন হচ্ছেন নালী ইউনিয়ন পরিষদের" Chairman আব্দুল কাদের বিশ্বাস যাকে আমরা একাধারে দুর্নীতিবাজ, মানবিকতাহীন,দেশ-প্রেম বর্জিত,ব্যার্থ অযোগ্য জনপ্রতিনিধি বলতে পারি।
বন্যার তীব্রতায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মুখের খাবার নিশ্চিত করতে সরকার যখন চাউল,ডাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করেন তখন Chairman আব্দুল কাদের বিশ্বাস সেই সম্পূর্ণ ত্রাণ নামে -বেনামে আত্নসাৎ করেন, যার ফলে অনেক মানুষ অনাহারে কষ্ট করে। গ্রামবাসীর পানির সমস্যা সমাধান এবং পানি বাহিত রোগ নির্মূলে নলকূপের জন্য সরকার যখন অর্থ প্রদান করেন,তখন নামমাত্র কিছু নলকূপ বানিয়ে বাকি সিংভাগ টাকা Chairman আ: কাদের আত্নসাৎ করেন এবং ইউ:পি: এর বাকী সদস্য গণ/জনপ্রতিনিধিরা এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে তিনি তাদের সাথে খারাপ ও অসভ্য আচরন করেন এবং তিনি সকলের সাথে অত্যন্ত অশ্লীল ভাষা প্রয়োগ করেন।জানা অজানা আরো অনেক অনিয়ম,অনৈতিক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন, এই রকম একজন নীতিহীন, দেশপ্রেমহীন,দূর্নীতিবাজ ব্যক্তি দ্বারা কখনোই এলাকার উন্নয়ন সম্ভব নয়।আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে বিরাট বাধাস্বরূপ। চেয়ারম্যানের কারনে তৃণমূল সকল জনপ্রতিনিধির উপর থেকেই গ্রামবাসীর আস্থা উঠে যাচ্ছে, তাই দেশ ও তৃণমূল/স্থানীয় উন্নয়নের স্বার্থে আমরা আ: কাদেরের মত একজন অসৎ, বিবেক বর্জিত, নীতিহীন Chairman এর দ্রুত পদত্যাগ দাবি করছি। যথাযথ সকল সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং তার বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানাচ্ছি।
( আমরা নালী ইউনিয়ন পরিষদের সাধারন জনগণ)
sei
উত্তরমুছুন